একটু থামুন।
ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে খাটুনি খাটা মানুষ কারা?
রিকশাওয়ালা, নির্মাণকর্মী, কৃষক—যারা রোদে পুড়ে, ঘামে ভিজে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে।
তাহলে তারা ধনী কেন নয়?
কারণ, শুধু খাটুনি দিয়ে ধনী হওয়া যায় না।
যদি যেত, তাহলে ওরাই হতো বিলিয়নিয়ার!
আসল খেলাটা কোথায়?
পরিশ্রমের পরিমাণ নয়, পরিশ্রমের দিকনির্দেশই আসল।
আপনি কতটা কাজ করছেন, সেটা বড় কথা নয়।
আপনি কী কাজ করছেন, কেন করছেন, কোথায় করছেন—এইটাই ফাইনাল গেম।
একজন অফিস কর্মী হয়তো ১২ ঘণ্টা কাজ করছে, কিন্তু নিজের স্কিল বাড়াচ্ছে না।
অন্যদিকে, কেউ প্রতিদিন ২ ঘণ্টা নতুন কিছু শিখছে—আর সেখান থেকেই তৈরি হচ্ছে তার সাম্রাজ্য।
🧠 ধনীরা বেশি খাটে না, বেশি ভাবে।
তারা জানে:
একটা বীজকে যদি পাথরের ওপর রেখে জল দেন—গাছ হবে? না।
কিন্তু যদি সঠিক মাটিতে রোপণ করেন, সামান্য যত্নেই ফসল আসবে।
জীবনও তাই।
পরিশ্রমের ফল আসে ঠিক জায়গায় বিনিয়োগ করলে।
🔥 আজকের যুগে “হাড়ভাঙা খাটুনি” নয়, “হেডভাঙা আইডিয়া”-ই বদলে দিচ্ছে খেলা।
সঠিক জায়গা নির্বাচন, উপযুক্ত আইডিয়া, আর সঠিক মনোভাব—এই তিনেই তৈরি হচ্ছে সাম্রাজ্য।
আপনি হয়তো এখনও অফিসে ওভারটাইম দিচ্ছেন,
আর কেউ একজন সেই সময়ে নিজের ব্র্যান্ড বানাচ্ছে, স্কিল বিক্রি করছে, নতুন আইডিয়া তৈরি করছে
✅ পরিশ্রম দরকার।
❌ কিন্তু অন্ধ পরিশ্রম নয়।
প্রশ্নটা বদলান:
“আমি কতটা খাটছি?” নাকি
“আমি যে কাজ করছি, সেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে?”
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply